সবাইকে হারিয়ে রোহিঙ্গা ক্যাম্পে নূর বেগম

মিয়ানমারের আরাকান রাজ্যের মংডুর টাউনশিপের উত্তর জানবুনিয়া গ্রামে বাড়ি ছিল নূর বেগমের। প্রায় ২০ দিন আগে মিয়ানমারের সেনাবাহিনী অন্যদের মতো তাঁদের ঘরবাড়িও পুড়িয়ে দেয়। পুড়িয়ে হত্যা করে দুই ছেলেকে। নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি ছয় মাসের শিশু জানে আলমও। সেনাবাহিনী তার ছোট্ট শরীরেও লাঠি দিয়ে আঘাত করে। নূর বেগম হাতে-পায়ে ধরে শিশুর জীবন রক্ষা করেন। ধরে নিয়ে যায় স্বামী জামাল হোসেনকে। এরপর ছয় মাস বয়সী ছোট ছেলে জানে আলমকে নিয়ে শুরু করেন যাত্রা।

অসুস্থ সেই শিশুটি আজ শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছে। এরপর থেকে কান্নায় ভেঙে পড়েছেন নূর বেগম। অনাহারে থাকতে থাকতে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন।
Read More News

জানাযায় আজ সকালে শিশুটিকে ক্যাম্পে অবস্থানরত বেসরকারি সংস্থা পরিচালিত চিকিৎসাক্যাম্পে দেখানোর কথা ছিল। কিন্তু তার আগেই ভোরে শিশুটি সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে যায়। পরে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা শিশুটিকে শেষ গোসল করায় এবং জানাজা শেষে তাকে দাফন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *