নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টন, দেয়াল লিখন নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ নির্দেশ দেন এ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
Read More News
গতকাল সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ ডিসেম্বর এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৫ ডিসেম্বর।
সূত্র: এনটিভি