বরিশাল বুলসের স্বত্বাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ’বিসিবি’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলসের অন্যতম স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক, গত মার্চে এশিয়া কাপের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান মইনুল হক চৌধুরীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
Read More News

ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না রিজওয়ান। তা ছাড়া নিয়ম অনুযায়ী যুক্ত থাকতে পারবেন না কোনো ক্লাব বা ফ্র্যাঞ্চাইজের সঙ্গেও। অথচ গতকাল বৃহস্পতিবার বরিশাল বুলসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তাঁর এই উপস্থিতি জানান দেয় এই দলটির সঙ্গে যুক্ত আছেন তিনি। তাই বিসিবি তাঁর বিপক্ষে ব্যবস্থা নেবে। এরই মধ্যে বরিশাল বুলসকে চিঠি দিয়ে তা জানিয়েও দিয়েছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *