পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ব্যবহার বিষয়ে নতুন করে তদন্তের নিন্দা জানানো হয়েছে।
সম্প্রতি দেশটির ফেডারেল তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক জেমস কোমি কংগ্রেসকে চিঠিতে হিলারির ই-মেইল তদন্তের বিষয়টি জানিয়েছেন। নির্বাচনের আর মাত্র বাকি আছে ১১ দিন।
Read More News
স্থানীয় সময় শনিবার ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে হিলারি সমর্থকদের উদ্দেশে বলেন, এফবিআইর এ সিদ্ধান্ত নজিরবিহীন ও অত্যন্ত পীড়াদায়ক। হিলারি বলেন, তিনি আত্মবিশ্বাসী যে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ পাবে না এফবিআই।
তবে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দল মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এফবিআইর এ উদ্যোগের প্রশংসা করেছেন।