আজ বৃহস্পতিবার সকালে গণভবনে চাইল্ড হেল্পলাইনের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভেতরে সুপ্রবৃত্তিও থাকে, কুপ্রবৃত্তিও থাকে। কাজেই মানুষের ভেতরে যেন ভালো প্রবৃত্তিগুলো জাগ্রত হয়, এই ব্যাপারে একটা সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি বলব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা থেকে প্রতিনিয়ত এই প্রচারটা করে যাওয়া যে, মানুষের ভেতরে পশুত্বটা যেন কখনো জেগে না ওঠে।।
Read More News
সেই সাথে শেখ হাসিনা , শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।
Sildenafilgenerictab News Bangla News Paper