পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির সরকার। সরকারবিরোধী আন্দোলনে ইসলামাবাদকে অচল করে দেয়ার পরিকল্পনার অভিযোগে আগামী ২ নভেম্বরের আগে সাবেক এই ক্রিকেট তারকা গ্রেফতার হতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সূত্র বলছে, তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানসহ দলটির আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গৃহবন্দি হতে পারেন। সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা ঠেকাতে এটি করা হতে পারে।
Read More News
পানামা পেপারস কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম প্রকাশিত হওয়ার পর থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে পিটিআই। এরই অংশ হিসেবে সরকারি কার্যক্রম ঠেকাতে ইসলামাবাদকে অচল করে দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়ক ও বর্তমান রাজনীতিক।