ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা

ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৪ জন নিহত হয়েছে। এছাড়া বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি শহরে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতহীন হয়ে পড়েছে পাঁচ লাখের বেশি ঘরবাড়ি।

জানা যায়, ম্যাথিউর তাণ্ডবে বাংলাদেশি অধ্যুষিত মনরো, মার্টিন, ওকিচোবি, সারাসোটা, মানাটি, চার্লোট, পামবিচ, মায়ামি-ডেড, ব্রয়ার্ড, লি ও হাইল্যান্ড কাউন্টির পাঁচ হাজারেরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসস্থানের বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ বাস করে। ম্যাথিউর কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ  ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল ঝড়ের কারণে এসব এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছে।
Read More News

ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে গত মঙ্গলবার থেকে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে ম্যাথিউ। গত শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সেটি ফ্লোরিডার ঊপকূলীয় এলাকার কাছে ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য মতে, সে সময় ডেটোনা সৈকত থেকে ৩৫ মাইল পূর্বে অবস্থানরত ঝড়টি ঘণ্টায় ১৩ মাইল বেগে উত্তর-পশ্চিমে এগোচ্ছিল।

florida

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *