শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ করে ইসলাম কায়েম করার কোনো পথ নেই। একটি গোষ্ঠী দেশের মেধাবী তরুণদের ইসলাম কায়েম এবং বেহেশত যাওয়ার বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তাদের জঙ্গিবাদে লিপ্ত করছে।
আজ শনিবার বেলা ১১টায় বরিশাল সরকারি বিএম কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
Read More News
সভায় শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদ করে যারা ইসলাম কায়েম করতে অন্ধ, তারা জানে না যে জঙ্গিবাদ করে ইসলাম ধর্ম কায়েম করা সম্ভব নয়। বরং তা নিয়ে বিভ্রান্তি ছড়াবে বিশ্বজুড়ে।
আমাদের দেশে জঙ্গিবাদ করে বিদেশিদের টার্গেট করে মেরে ফেলা হচ্ছে। এর কারণ হলো আমাদের দেশের মানুষ যাতে করে দেশের বাইরে কোথাও শিক্ষা গ্রহণ, চিকিৎসাসেবা না নিতে পারে। এ ছাড়া বিশেষ করে এতে দেশের অর্থনৈতিক দিকে একটি বিশেষ প্রভাব পড়বে। যারা দেশকে অস্থিতিশীল করতে এসব হামলা বা জঙ্গিবাদ করছে, তারা না দেশের স্বার্থে, না ইসলামের স্বার্থে কাজ করছে। তারা একটি বিভ্রান্তিমূলক তথ্যর মাধ্যমে দেশকে কলুষিত করার চেষ্টায় লিপ্ত।
নুরুল ইসলাম নাহিদ বলেন, যারা বোমা হামলা করছে তারা নিজেরাই জানে না তাদের বন্ধু কারা আর শত্র কারা। তারা বোমা মেরে মানুষ মারার নীতিতে বিশ্বাসী। তারা যদি ধর্মে বিশ্বাস করত, তাহলে শোলাকিয়ার ঈদগাহে হামলা করে মুসল্লিদের মারার পরিকল্পনা করত না।
শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করুন। মাসে একটি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সভা করুন। এতে শিক্ষার্থীদের মনে জঙ্গিবাদ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার ব্যবস্থা করুন। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বৃদ্ধি পায়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) শামসুল হুদা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচারক বিল্লাল হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।