সন্দেহভাজন তিন নারী জঙ্গির একজন রূপনগরে নিহত জঙ্গি সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলামের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার একথা বলেন।
তিনি বলেন, তিন নারীর মধ্যে একজন জঙ্গি জাহিদের স্ত্রী বলে আমরা ধারণা করছি।অভিযানে আবদুল করিম নামে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়। করিম নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Read More News
গুলিবিদ্ধসহ আহত হয় তিন নারী জঙ্গি। তাদের আটকের পর ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচ কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১) নামে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।