আশুলিয়ায় তৈরী পোশাক শ্রমিকরা বেতন ভাতার দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কে বাইপাইল এলাকায় একটি তৈরী পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা এই বিক্ষোভ করে।
বিক্ষোভ মিছিলটি মহাসড়কে শুরু হয়। পরবর্তীতে পুলিশের বাধার মুখে মহাসড়ক থেকে মিছিলটি সরিয়ে নিতে বাধ্য হয় শ্রমিকরা। এসময় নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Read More News
এসময় শ্রমিকরা ঈদের আগেই ছাটাইকৃত ১৫০ জনের বকেয়া চার মাসের বেতন ভাতা দেওয়ার দাবি জানান। কারখানা মালিক দীর্ঘ দিন ধরে বকেয়া টাকা পরিশোধের কথা বললেও বাস্তবে তা করছে না বলে অভিযোগ তোলেন তারা।