স্কুলভবন পানিতে, ক্লাস চলছে রাস্তায়

সাতক্ষীরার তালা উপজেলার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি স্কুলভবনের একটিতে তিন ফুট, অন্যটিতে চার ফুট পানি। আর স্কুলভবনের একটি পরিত্যক্ত। বাধ্য হয়ে স্কুলের ২০০ গজ দূরে রাস্তায় বসে ক্লাস করছে শিক্ষার্থীরা।

স্কুলের মাঠের পানিতে পাট জাগ দিয়েছেন কৃষকরা। চলছে পাটখড়ি বাছাই।

স্কুলজুড়ে পচা পানি। এর মধ্যে কিলবিল করছে ঢোঁড়া সাপ। শোনা যায় কোলা ব্যাঙের ঘ্যানর ঘ্যানর। কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় বসে যেখানটায় ক্লাস করছে, তার পাশে নর্দমার পচা পানির গন্ধ। আছে সড়ক দুর্ঘটনার আতঙ্ক।
Read More News

রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। এত দিনে এই স্কুল থেকে লেখাপড়া শিখে উচ্চশিক্ষা নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছেন হাজারো সন্তান। সেই স্কুলটিরই চরম দুর্দশা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *