বুধবার সকালে এক মত বিনিময় অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে এবং পাওনা টাকা আদায়ে সরাসরি না জড়াতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ এলে সরাসরি সেগুলো আদালতে পাঠিয়ে দিতে বলা হয়েছে।
Read More News
ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে কাজের সম্পর্কের একটা ফারাক থেকে যায়। পুলিশ ও সাংবাদিকদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে একটা ঘাটতি থেকে যায়। এই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সে জন্যই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।