রাজধানীর তিন থানায় দায়ের করা নাশকতার পাঁচটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ এ আদেশ দেন।
সকাল ৯টার দিকে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রিজভী। পরে শুনানি শেষে বিচারক এ জামিন নাকচ করেন।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, বিস্ফোরণ, পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্লবী, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়।
Read More News
পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ বিষয়ে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে মামলাগুলোতে রিজভীকে পলাতক দেখানো হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।