ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসিত অভিনেত্রী হিসেবে নিজের স্থান করে নিয়েছেন রাধিকা আপ্তে। অভিনয়ের সঙ্গে গ্ল্যামারের উত্তাপ ছড়িয়েছে বড় পর্দায়।
প্রায়ই বিতর্কে ফেলেছে রাধিকাকে। ন্যুড সেলফি এবং ন্যুড ভিডিওকে কেন্দ্র করে বছর খানেক আগে ব্যাপক আলোচিত হন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। পরে অবশ্য জানা গিয়েছিল যে সেই সেলফি রাধিকার নয়। তার মতোই দেখতে অন্য কোনো নারীর। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তোলপাড় কম হয়নি।
Read More News
বছর ঘুরতে না ঘুরতে ফের নগ্নতার বিতর্কে জড়িয়ে পড়লেন রাধিকা। সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিপুল প্রশংসিত ছবি ‘পার্চড’ এর একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এখানে রাধিকার সঙ্গে অভিনয় করেছেন আদিল হুসেন। অজয় দেবগনের ব্যানারে তৈরি এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে বিপুল প্রশংসিত। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে। সেখান থেকেই এই দৃশ্যটি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে, এমনটাই ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রাধিকা। ‘পার্চড’ ছবিতে আরও অভিনয় করেছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা, আদিল হুসেন, লেহর খান, ঋদ্ধি সেন প্রমুখ।
Sildenafilgenerictab News Bangla News Paper