স্বাভাবিক জীবনে ফিরতে তিন জঙ্গির আত্মসমর্পণ

স্বাভাবিক জীবনে ফেরার জন্য যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের তিন নেতা।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অভিভাবকরা এই তিনজনকে যশোরের পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।

আত্মসমর্পণকারী তিনজন হলেন, যশোরের শহরতলী খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২), ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) এবং খোলাডাঙ্গা কদমতলা এলাকার এ কে এম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান পাশা (২০)।
Read More News

সম্প্রতি যশোর পুলিশ যে পাঁচ জঙ্গির ছবিসহ পোস্টার প্রকাশ করে সেখানে রায়হান আহমেদের নামও রয়েছে।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, যেহেতু এই তিন তরুণ উগ্রপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাই এদের সেই সুযোগ দেওয়া হবে। এদের বিষয়টি মানবিকভাবে দেখা হবে।

জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আত্মসমর্পণের পর তিনজনকে গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। তাঁদের ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *