ভিমরুলের ফোটানো হুলে তিন বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে আরাজী লস্কর গ্রামে ভিমরুলের কামড়ে আহত হয় তিন বোন।
ভিমরুলের হুলে মৃত তিন বোন হলো হাফিজা (৫), ফারজানা (৩) ও মিম (১)। তারা লস্কর গ্রামের মহিরউদ্দিন ও তানজিনা বেগম দম্পতির মেয়ে।
Read More News
গতকাল বিকেলে বাড়ির পাশে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে নেমেছিল হাফিজা, ফারজানা ও মিম। হঠাৎ পাশের বাঁশঝাড়ে থাকা একটি ভিমরুলের চাক ভেঙে মাটিতে পড়ে যায়। এ সময় চাক থেকে বেশ কিছু ভিমরুল বের হয়ে এসে ওই শিশুদের হুল ফোটায়। এতে হাফিজা, ফারজানা ও মিম গুরুতর আহত হয়।পরে হাফিজা ও ফারজানাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় তারা। আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু মিমও মারা যায়।