স্বরূপকাঠীতে ইয়াবাসহ মা ও ছেলেকে হাতে-নাতে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
স্বরূপকাঠীতে থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বরূপকাঠীর সোনালী ব্যাংক রোড এলাকা থেকে তাদেরকে অাটক করা হয় ।
ইয়াবা ব্যবসায়ী শিল্পি বেগম (৩২) ও তার ছেলে রাশেদুল ইসলাম হৃদয় (১৮) এর সংঙ্গে থাকা ৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। নেছারাবাদ থানার এস আই বিকাশ চন্দ্র দে জানায়, এর আগেও বিপুল পরিমান মাদকমহ গত ১১-০৫-১৬ ইং তারিখে শিল্পি এবং তার স্বামী ওয়াহিদুজ্জামান কে ৬ কেজি গাজা এবং ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছিল।
Read More News
মামলা নং ০৭, তারিখ-১১-০৫-১৫ইং। তথ্য সূত্রে জানা যায়, মোটা অংকের ঘুষের বিনিময়ে কোর্ট থেকে জামিনে বেরিয়ে মদকের ব্যবসা পরিবারের সবাইকে নিয়ে শুরু করে। এর ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আসামী শিল্পি বেগম স্বরূপকাঠী পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী ওয়াহিদুজ্জামানের স্ত্রী এবং তার ছেলে রাশেদুল ইসলাম হৃদয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল। ধৃত আসামীদ্বয়কে মাদক আইনে মামলা দিয়ে জেলা জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়।
Sildenafilgenerictab News Bangla News Paper