আজ বুধবার বেলা ১২টায় সিরাজগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য সন্দেহে আটক চার নারীকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩৩), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (২১), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের রুনা বেগম (২৪) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১)।
Read More News
গত ২৪ জুলাই ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে অভিযান চালিয়ে উগ্রবাদী বই, ছয়টি ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ চার নারীকে আটকের কথা জানায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আজ রিমান্ডের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।