আজ সোমবার সন্ধ্যায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র ক্ষোভের মুখে ইনু তাঁর এই অনভিপ্রেত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।
গতকাল রোববার রাজধানীতে পিকেএসএফের একটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আমি তো এমপি আমি জানি, কীভাবে টিআর চুরি হয়। সরকার ৩০০ টন দেন। এর মধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেন। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করেন না। তবে এমপিরা করেন।
Read More News
বিভিন্ন সংবাদ মাধ্যমে এর প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরে সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচি শেষে অনির্ধারিত আলোচনায় তোপের মুখে পড়েন তথ্যমন্ত্রী। যদিও এর আগেই তিনি চিঠির মাধ্যমে মন্ত্রিপরিষদের সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
একপর্যায়ে তথ্যমন্ত্রী বলেন, তিনি আসলে কথাগুলো এভাবে বলতে চাননি। সংসদ সদস্যদের তিনি অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করেন। এমপিদের দায়িত্ব পালন এবং ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তাঁর মুখ ফসকে কথাটি বেরিয়ে গেছে।
একই বক্তব্য নিয়ে সন্ধ্যার পর সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা তথ্যমন্ত্রীকে এ ব্যাপারে ক্ষমা চাওয়ার আহবান জানান।