আর্জেনটাইন মডেল জোয়ানা মেসির বিরুদ্ধে অভিযোগ আনলেন। মেসির সঙ্গে তিনি নাকি রাত কাটিয়েছেন অতীতে।
পেরুর একটি টেলিভিশন চ্যানেলে মডেল জোয়ানাকে প্রশ্ন করা হয়েছিল মেসি সম্পর্কে জোয়ানার বলেন, সেই সময়ে মেসির সঙ্গে কারওরই সম্পর্ক ছিল না। সেই রাতটা বেশ সুন্দর ছিল। দু’ জনই গোল করেছি। ম্যাচটা ড্র ছিল।
Read More News
কীভাবে পরিচয় হল দু’ জনের এমনটা জানতে চাইলে জোয়ানা জানান, মেসির একজন বডিগার্ড এসে প্রথমে জোয়ানাকে বলেন, বিশ্বখ্যাত এই ফুটবলার তার সঙ্গে দেখা করতে চান। তার পরে দেখা হয়।