কুমিল্লার ১৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের তালিকায় চান্দিনা মহিলা কলেজের নাম থাকলেও পরে তা বাতিল করে চান্দিনা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকা দোল্লাই নবাবপুর কলেজের নাম যুক্ত করা হয়। সরকারীকরণের দাবিতে চান্দিনা মহিলা কলেজের ছাত্রীরা ছয়দিন ধরে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে।
ছাত্রীরা আজ রোববার চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটা করে সরিয়ে দেয়।
Read More News
এই ঘটনায় কলেজের অন্তত ১৫ ছাত্রী আহত হয়। এ সময় সহপাঠীরা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ছাত্রীরা জানান, হামলার সময় পুলিশের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবকও ছিল।
পুলিশ বলেন, ছাত্রীরা মহাসড়কে উঠে অবরোধ করতে চাইলে আমাদের মহিলা পুলিশ সদস্য তাদের প্রতিহত করে সরিয়ে দেয়। কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।