রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুরের সাধারচর ইউনিয়নের চরকুকরি নিজ গ্রাম থেকে রুমাকে আটক করা হয়। রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় হামলায় রুমা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন জেলা পুলিশ সুপার আমেনা বেগম।
Read More News
তিনি বলেছেন, গোয়েন্দা পুলিশের একটি টিম রুমা নামে একজনকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি। তবে তাকে জেলা পুলিশ ধরেনি, গোয়েন্দা পুলিশ ধরেছে। মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের ভারপ্রাপ্ত ডিসি সাইফুল ইসলাম বলেন, এই ধরনের কাউকে আটক করা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, সিসি ফুটেজের সঙ্গে মিল থাকার কারণে ওই নারীকে আটক করা হয়েছে।