আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
ওই সময় জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান মাহমুদুল হাসানসহ চারজনকে আটক করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে দাবি করে র্যাব।
আটক অন্য ব্যক্তিরা হলেন আশিকুল আকবর আবেদ, নাজমুস শাকিব ও শরিয়ত উল্লাহ শুভ।
Read More News
জেএমবির আমির মাহমুদুল হাসানের বাড়ি সিরাজগঞ্জে। তিনিসহ চারজন গাজীপুরে কোনো নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতী মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কলেজগেট মোক্তারবাড়ী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের চারতলায় জেএমবির প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র্যাব। সে অনুযায়ী আজ ভোররাত ৪টার দিকে ওই ভবনে অভিযান চালানো হয়। ভবনের চারতলা থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান আমির মাহমুদুল হাসান তানভিরসহ চারজনকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি করে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, কয়েকটি ছুরি, ১০০টি গুলি ও কিছু বই উদ্ধার করা হয়।