ছয় হামলাকারীর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ

আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ছয় হামলাকারীর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (এফবিআই) দেওয়া হবে বলে জানা গেছে।

চিকিৎসক সোহেল মাহমুদ জানান, তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অনুরোধে চুল ও ২০ মিলিলিটার রক্ত এছাড়া আরো কিছু নমুনা মৃতদেহগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। হামলাকারী ও সহযোগিতাকারী হিসেবে চিহ্নিত ছয়জনের লাশ এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা রয়েছে।
Read More News

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মতো গুলশানের হামলাকারীরাও বিশেষ ধরনের মাদকে আসক্ত ছিলেন কি না, সে পরীক্ষার জন্য ময়নাতদন্তের সময়ই ছয়জনের রক্ত, দাঁত ও উরুর মাংস সংগ্রহ করা হয়েছিল বলে চিকিৎসক সোহেল মাহমুদ জানিয়েছেন। সে সময় মৃতদেহগুলো থেকে থেকে পাঁচ মিলিলিটার রক্ত সংগ্রহ করা হয়েছিল। পরে, তদন্তকারী সংস্থা ২০ মিলিলিটার রক্ত এবং আরো কিছু নমুনা চায় বলে সোহেল মাহমুদ জানান।

সিএমএইচে যেহেতু ডেডবডিগুলো আছে, আমরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি। আমরা এখন এগুলোকে লেবেলিং করব। লেবেলিং করে আমরা কাউন্টার টেরোরিজমকে বুঝিয়ে দেব। এরপর আমার জানা মতে, তারা এফবিআইকে বুঝিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *