বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। আজকের হিসেব এখনো আসেনি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানির ধারা অব্যাহত থাকায় এই রিজার্ভ হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে এবারই প্রথম।
Read More News
ব্যাংক সূত্রে আরো জানা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে দেশে ১৮ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। আর রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, গত জানুয়ারিতে রপ্তানিতে আয় হয়েছে ২৫ হাজার ৪৮৫ কোটি ৪ লাখ টাকা। যা পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।