সোমবার আমেরিকার ক্লিভল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক নারী। ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের যোগ্য নন এমন দাবি তুলে ওই নারীরা এই অভিনব প্রতিবাদ করেন।
নারীরা অভিযোগ তোলেন, ট্রাম্প মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন। কখনো মুসলিম ধর্মাবলম্বীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার কথা তো কখনো মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ রুখতে দেওয়াল তোলার কথা বলেছেন। সাহসী ওই নারীদের হাতের পোস্টারে লেখা ছিল, ‘আমেরিকার দরকার ঐক্য, বিভেদ সৃষ্টিকারী ট্রাম্পকে নয়।’
Read More News
রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রিপাবলিকান দল। আর ক্লিভল্যান্ডে হবে সেই অনুষ্ঠান। তার আগে ওই মঞ্চের সামনেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে শামিল হলেন ১৩০ জন নারী। সম্পূর্ণ নগ্ন ফোটোশুটের মাধ্যমে তাঁরা এই প্রতিবাদ করেন। স্পেনসার টিউনিক নামের এক চিত্রগ্রাহকের একটি ফোটোশুটে অংশ নিয়েছিলেন তাঁরা। প্রত্যেকের হাতে ছিল আয়না। যার মুখ ঘোরানো ছিল অনুষ্ঠানমঞ্চের দিকেই।