হাজার কোটিতে টিভি চ্যানেলে ছবির স্বত্ব বিক্রি সালমানের!

সালমান খান তার সাম্প্রতিক সুপারহিট ছবিগুলো ছোটপর্দায় দেখানোর জন্য একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে হাজার কোটি টাকার চুক্তি করেছেন। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন।

সালমানের সাম্প্রতিকতম ছবি ‘সুলতান’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নতুন রেকর্ড গড়বে বলেই ভাবা হচ্ছে। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো ছবিও যথেষ্ট ভাল ব্যবসা করেছে। এই ছবিগুলোর স্বত্ব তাই বিপুল অর্থের বিনিময়েই বিক্রি করেছেন সালমান, দাবি গুঞ্জনকারীদের।
Read More News

অজয় দেবগন তার ১০টি ছবি ওই একই চ্যানেলকে বিক্রি করেছেন ৪০০ কোটি রুপিতে। সেখানে সালমান ১০টি ছবির জন্য ৫০০ কোটি রুপি নিয়েছিলেন। তবে সালমানের সাম্প্রতিক সব ছবিই সুপারহিট হওয়ায় অর্থের অঙ্ক অনেক বেড়ে গেছে।

সম্প্রতি হৃত্বিক রোশন তার আগামী ৬টি ছবির স্বত্ব ৫৫০ কোটি রুপিতে বিক্রি করেছেন। বলিউডের অপর এক অভিনেতা বরুণ ধাওয়ানও তার ১০টি ছবির জন্য ৩০০ কোটি রুপি পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *