বগুড়ায় বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

বগুড়ার সাবগ্রাম বাজার এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন। আজ শুক্রবার রাত পৌনে ৮টায় জেলার দ্বিতীয় বাইবাস মহাসড়কের সাবগ্রাম বাজারের পূর্বাচল ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। এতে সিএনজিতে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মধ্যে অটো চালক জিয়া (২২) রয়েছেন। তার বাড়ি বগুড়ার শাহজাহানপুরের মাদলা গ্রামে। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আসলাম আলী জানান, বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক হেলপার পালিয়ে গেছে। বাসটির গায়ে বগুড়া নগরবাড়ী লেখা থাকলেও বাসটি এই রুটের নয়। ধারণা করা হচ্ছে বাসটি রিজার্ভ হয়ে কোনো অনুষ্ঠানে যাচ্ছিল।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *