বুধবার রাতে রাজধানীর গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক উপেক্ষা করে সরকার জাতিকে বিভক্ত ও সংকটে ফেলতে চাইছে বলে অভিযোগ করেছে।
রাত ৮টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে বৈঠকটি। বৈঠকে গুলশান হামলা ও শোলাকিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ২০ দলের করণীয় নিয়ে আলোচনা হয়। জোটের বৈঠকের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও কয়েকজন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন।
Read More News
মির্জা ফখরুল বলেন, ১৪ দলের কিছু নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তাঁরা দেশনেত্রী খালেদা জিয়ার এ আহবানকে উপেক্ষা করে প্রকৃতপক্ষে জাতির আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন। এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পেরে জাতির প্রতি তাঁরা অবশ্যই কিছুটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যে জাতির এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সেই মুহূর্তে তাঁরা জাতিকে বিভক্ত করতে চাইছেন। এবং জাতিকে আরো গভীর সংকটে ফেলতে চাইছেন।