মা হওয়ার খবরে জেনিফার

হলিউড তারকা জেনিফার অ্যানিস্টনের মা হওয়ার খবর বেশ কিছুদিন ধরেই অালোচনায় ছিল। বিষয়টা গুজব বলে উড়িয়ে দিয়ে গণমাধ্যমের ওপর ৪৭বছর বয়সী জেনিফার ক্ষোভ প্রকাশ করলেন।
Read More News

তিনি বলেন, আমাকে গণমাধ্যমে যেভাবে প্রকাশ করা হয়েছে, তা এই সমাজেরই প্রতিচ্ছবি। সাধারণত নারীদের যেভাবে বিবেচনা করা হয়ে থাকে, সেটাই এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রকাশ পেল। সমাজ একজন নারীর বিয়ে ও সন্তান ধারণের ঘটনাকেই বড় করে দেখে এটাই এ ঘটনায় ফের সামনে এসেছে।

অভিনেত্রী জানান, আমি যেদিন মা হব, সেদিন আমি নিজেই সবার আগে আপনাদের মা হবার খবর জানাব।

এই অভিনেত্রী প্রথম বিয়ে করেছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর গত বছর মার্কিন অভিনেতা ও পরিচালক জাস্টিন টেরক্সের সঙ্গে তার বিয়ে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *