দোষারোপের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়ার আহবান

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গুলশান হামলায় নিহতদের স্মরণে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকার জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তাতে সহযোগিতা করবে বিএনপি। জাতীয় ঐক্য ছাড়া শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না।
জঙ্গিবাদ ও উগ্রবাদকে এখন আর অভ্যন্তরীণ সমস্যা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সরকারের পক্ষ থেকে বিএনপিকে দায়ী করায় উৎসাহিত হচ্ছে জঙ্গিরা।

বিএনপির মহাসচিব বলেন, এটা শুধুমাত্র স্থানীয় সমস্যা নয়। আন্তর্জাতিক জঙ্গিবাদের যে উদ্ভব হয়েছে, তার একটা সম্পর্ক রয়েছে। সেটার জন্য হাতিয়ার হচ্ছে জনগণ ও গণতন্ত্র। গণতন্ত্রবিহীন অবস্থায় সেটা পারা যাবে না।
Read More News

দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ক্ষমতার মোহে বুঝতে পারছে না, দেশটিকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছে। সরকার আমাদেরকে দোষারোপ করে, এই সুযোগে তারা আরো সংঘবদ্ধ হচ্ছে। এবং তারা আরো এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটাবে। জোর করে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, এমনকি সেনাবাহিনী দিয়ে এই উগ্রবাদ এবং জঙ্গিবাদ দমন সম্ভবপর হবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদ এবং উগ্রবাদকে প্রতিহত না করে। এই ডাকেই যদি আপনারা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকব।

দোষারোপের রাজনীতি পরিহার করে জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান বিএনপি নেতারা। দ্রুত পদক্ষেপ না নিলে জঙ্গিবাদ ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *