সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মা জোবায়দা রহমান (৯৬) আজ মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মায়ের জানাজায় অংশ নিতে সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারোলে মুক্তি দেওয়া হয় বাবরকে।
ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। গুলশানে জোবায়দা রহমানের জানাজায় অংশ নেন সাবেক এ প্রতিমন্ত্রী। ছয় ঘণ্টা পর বাবরকে ফিরিয়ে নেওয়া হবে কারাগারে।
Read More News
মৃত্যুকালে জোবায়দা রহমান চার ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নেত্রকোনাসহ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।