আজ মঙ্গলবার দুপুরে চার বিভাগের সব জেলার সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় শিক্ষক অভিভাবকদের প্রতি শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে, সে জন্য ছেলেমেয়েদের খোঁজ রাখার বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য। জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি গুলশান ও শোলাকিয়ার ঘটনার উল্লেখ করে বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশে বহু ঘটনা ঘটে গেছে। আর তার পুনরাবৃত্তি আমরা চাই না। আপনারা সবাই মিলে এই প্রচেষ্টা নেন যে, বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না, সন্ত্রাসের স্থান হবে না।
Read More News
শেখ হাসিনা বলেন, অভিভাবকরা যেন সবাই সজাগ থাকেন যে নিজের ছেলেমেয়েরা কী করে, কোথায় যায়, পড়াশোনা করে, কার সঙ্গে মেশে সেই বিষয়টায় যেন তারা আরো আন্তরিকভাবে চিন্তাভাবনা করেন। এবং যোগাযোগ রাখেন যেন কেউ এই বিপথে যেতে না পারে। কেউ বা ওই এলাকার কোনো ছেলেমেয়ে এই সমস্ত জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এটা খুঁজে বের করা বা সেখানে কোনো জঙ্গি-সন্ত্রাসী বা অচেনা কারো সন্দেহজনক আনাগোনা হচ্ছে কি না তার ওপর দৃষ্টি রাখা। পাশাপাশি কেউ বিপথে নিচ্ছে কি না, দুটোই আমাদের খোঁজ করতে হবে।