স্বামী ছাড়া একাই হানিমুনে

পাকিস্তানের লাহোরের বাসিন্দা আরসালান ও হুমা মোবিন দম্পতি গ্রিসে হানিমুন করতে চেয়েছিলেন। হানিমুনের কেনাকাটাও সব শেষ।

তাদের সঙ্গে যেতে চেয়েছিল আরসালানের বাবা-মা ছাড়াও তার চাচা ও ফুফা। কিন্তু ভিসা আনতে গিয়ে জানতে পারেন আরসলানকে ভিসা দেয়নি কর্তৃপক্ষ। তাই শেষে বাধ্য হয়েই স্বামী ছাড়া একাই হানিমুন করতে হয়েছে হুমা মোবিনের।

হুমা বলেন, আমরা ধারণা করেছিলাম আমার ভিসা বাতিল করা হবে। কারণ আরসালান এর আগেও বহুবার ভ্রমণ করেছে। তার ক্ষেত্রে এমনটা হবে একবারও ভাবেনি। তাই সত্যিকার অর্থে এটি ছিল খুবই হতাশার।
Read More News

স্বাভাবিকভাবেই আমি রাতে অনেক কান্না করেছি। আমার শাশুড়িও কেদেঁছে। প্রথমে আমি হানিমুনে যেতে রাজি হইনি, পরে শাশুড়ি আমাকে বুঝিয়েছে অনেক। তারপর বাধ্য হয়ে একা একাই ছবি তুলে হানিমুন শেষ করতে হল।

578

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *