শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, কোনো ছাত্র ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হলে সে বিষয়ে অভিভাবককে জানাতে হবে। সেই সঙ্গে সরকারকেও লিখিতভাবে জানাতে হবে। এ বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। এরই মধ্যেই এ সংক্রান্ত একটি পরিপত্র দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দফতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর করণীয় সর্ম্পকে আলোচনার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।