পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, গুলশানের রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা জেএমবির সদস্য।
আজ শনিবার আইজিপি বলেন, গুলশানে যারা হামলা করেছে, তারাই শোলাকিয়ায় হামলা চালিয়েছে। তারা জেএমবি জঙ্গিগোষ্ঠীর সদস্য। তারা এখানে এসেছিল ঈদগাহে বোমা মেরে মুসল্লিদের হত্যা করার জন্য। পুলিশের বাঁধার কারণে মাঠে যেতে ব্যর্থ হয়ে জঙ্গিরা পুলিশের ওপর বোমা হামলা করে।
Read More News
আইজিপি বলেন, গুলশানে নিহত হওয়া পাঁচজনকে আমরা জেএমবি সদস্য হিসেবে জানি। আমরা তাদের অনেক দিন ধরে আটকের চেষ্টা করে আসছিলাম। শোলাকিয়ার হামলায় যারা আটক হয়েছে, তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, গুলশানে হামলাকারীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে।
গুলশানের ঘটনায় আইএসের দায় স্বীকার প্রসঙ্গে আইজিপি বলেন, আইএস দেশ-বিদেশে সব হামলার ক্ষেত্রেই দায়িত্ব স্বীকার করে। আইএস কেন হামলার দায় স্বীকার করে, এই দাবিটা কাদের মাধ্যমে করে, কেন করে তা উদঘাটনে আমরা চেষ্টা করছি।