আজ শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪ এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব জানান, গত রাত ২টার দিকে র্যাবের কাছে গোপন সংবাদ আসে যে, আখাউড়ার সীমান্ত এলাকা থেকে ট্রাকভর্তি বিভিন্ন মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এ সময় র্যাব ১৪-এর একটি দল আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করে সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় গিয়ে আটক করে।
Read More News
এ সময় ট্রাকটি তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া ট্রাকের ভেতর থেকে চার ব্যক্তিকেও আটক করা হয়। এরা সবাই একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের সদস্য।