কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলাকারীদের মধ্যে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই জঙ্গির নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ ইউনির্ভাসিটির বিবিএর ছাত্র ছিলেন।
হামলার সময়ে পুলিশের গুলিতে আবির নিহত হয়েছিল। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ এ কথা জানিয়েছেন।
Read More News
আবির হোসেনের বাবার নাম সিরাজুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তাঁর পরিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ নম্বর রোডের ব্লক ডি-৫১/১ নম্বর বাসায় বসবাস করে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) থেকে ‘এ’ লেভেল পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আবির।
আবিরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আবির গত চার মাস যাবৎ নিখোঁজ ছিল।