হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় আহতাবস্থায় আটক জাকির হোসেন শাওন কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাওনের মা মাসুদা বেগম বলেন, আমার ছেলে গরিবের সন্তান, রিকশাওয়ালার ছেলে, পিঠাওয়ালির পোলা। আমার শাওন ছোট্ট মানুষ, শিক্ষিতও না। নিজের নামডাও ভালো কইরা লেখতে পারে না।
Read More News
পুলিশের লোকে তারে (শাওন) মারছে, পুলিশের গাড়ি কইরা ধইরা নিয়া গেছে, বুক চাপড়ে বলতে থাকেন মাসুদা। এ সময় হাসপাতালে শাওনের বাবাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর ওই এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ শাওনকে আটক করেছিল। দীর্ঘদিন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
শাওন সন্দেহভাজন সন্ত্রাসী বলে পুলিশ দাবি করে। তবে তাঁর পরিবারের দাবি, তিনি হলি আর্টিজানে বাবুর্চির সহকারী হিসেবে দেড় বছর ধরে কাজ করেন। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
ঘটনার পরের দিন ২ জুলাই পরিবারের সদস্যরা শাওনের খোঁজে গুলশান এলাকায় যান এবং সেখানে সাংবাদিকদের শাওনের ছবিও দেখান। এ সময় তারা শাওনের খোঁজে পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন। শাওনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এর পর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।