শোলাকিয়ার হামলায় নিন্দা ‘রাষ্ট্রপতির’

রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঐতিহ্যবাহী ঈদ জামাতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, এই শোলাকিয়ার মাঠে ১৮৮০ সাল থেকে দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর লাখো মুসলমান এই মাঠেই ঈদের নামাজ আদায় করে আসছেন।

রাষ্ট্রপতি আরো বলেন, ঈদের মতো মুসলিম উম্মাহর সবচাইতে উৎসবমুখর অনুষ্ঠানে দুর্বত্তরা শোলাকিয়ার মাঠে পুলিশের ওপর হামলা করেছে। সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পুলিশ বাহিনী যখন জানপ্রাণ দিয়ে কাজ করছে এই সময়ে তাদের ওপর হামলা হলো। বিবৃতিতে আবদুল হামিদ পুলিশ বাহিনীর সাহসী ভূমিকারও প্রসংসা করেন।
Read More News

বিবৃতিতে রাষ্ট্রপতি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ বাহিনীসহ সারা দেশের মানুষকে সজাগ থাকতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *