আইএসের ভিডিওতে বাংলাদেশে জঙ্গি হামলার হুমকিদাতাদের মধ্যে তৃতীয়জন হলেন নায়লা নাঈমের সাবেক স্বামী আরাফাত ওরফে তুষার। তুষার সিটি ডেন্টাল কলেজের ছাত্র।
একসময় কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হন তিনি। ২০১৪ সালের পর তার সঙ্গে পুরনো কোনো বন্ধুর কোনো যোগাযোগই ছিল না বলে জানা গেছে।
এর আগে ২০১১ সালের দিকে মডেল নায়লা নাইমের সাথে বিয়ে হয় তুষারের। পড়ে নায়লা তাকে ডিভোর্স দেন।
আরাফাতের বন্ধুরা গণমাধ্যমকে জানান, প্রয়াত মেজর ওয়াশিকুর আজাদের ছেলে তুষার। পেশায় দন্ত্য চিকিৎসক তুষার গত প্রায় দুবছর ধরে নিখোঁজ।
ভিডিও দেখে তার কলেজেরই একজন সহযোগী অধ্যাপকের দাবি, এটা আরাফাত। ওর সঙ্গে অনেক টেবিল টেনিস খেলেছি। তিনি যখন শিক্ষক হিসেবে যোগ দেন তখন আরাফাত ইন্টার্ন হিসেবে ছিল।
তিনি বলেন, পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক যাচ্ছিল না। শেষদিকে তিনি নিজের শরীরের ওপর নানারকম অত্যাচার করতেন। একসময় নিজেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। হঠাৎই জানতে পারি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরাফাত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং রাজউক থেকে এইচএসসি পাস করেন। বারিধারার ডিওএইচএসে তাদের বাসা।
গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার চারদিনের মাথায় বুধবার আইএসের নামে নতুন ভিডিও অনলাইনে আসে।
ওই ভিডিওতে তিন যুবককে বাংলায় কথা বলতে শোনা যায়। সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ওই ভিডিওবার্তা সিরিয়ার আইএস কথিত রাজধানী আর রাকা থেকে এসেছে।