জঙ্গি ভিডিওতে শেয়ার-লাইক দণ্ডনীয় অপরাধ ‘পুলিশ’

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক স্টেট (আইএস) কিংবা জঙ্গিবাদের সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। যারা এটি করবে তাদের মামলা ও বিচারের মুখোমুখি হতে হবে।
Read More News

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-মিডিয়া অ্যান্ড প্লানিং) এ কে এম শহিদুর রহমানের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা বাসস।

গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলাকারীদের প্রশংসা করে বাংলাদেশে আবার হামলার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, ভিডিওবার্তাটি জঙ্গি সংগঠন আইএসের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তিন তরুণকে বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে। এদের মধ্যে দুজনের পরিচয়ের নিয়েও আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

এই ভিডিও বার্তাটি প্রচার হওয়ার পর পরই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সতর্ক করে আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রচার করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিতে আইএস কিংবা জঙ্গিবাদ সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, কোনো বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

কোনো ব্যক্তি যদি এ ধরনের ভিডিও, ছবি বা বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেয় তাহলে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *