বাংলাদেশে হামলার হুমকি ‘আইএসের’

আবার বাংলাদেশে হামলার হুমকি দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে।

জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, ভিডিওবার্তাটি জঙ্গি সংগঠন আইএসের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তিন তরুণকে বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে। তাঁরা গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলাকারীদের প্রশংসা করেন এবং আরো হামলার হুমকি দেন।
Read More News

ভিডিওবার্তাটির ওপরের দিকে ডানপাশে আইএসের পতাকা দেখানো হচ্ছে। দাবি করা হয়েছে, ভিডিওটি সিরিয়ার রাকা শহরে তৈরি করা। সিরিয়ার রাকায় আইএসের হয়ে যুদ্ধরত বাংলাদেশিরা এ হুমকি দিয়েছে। আর ভিডিওর নিচের অংশে আরবি ও বাংলায় সাবটাইটেল দেওয়া হয়েছে। এই প্রথম কোনো ভিডিওবার্তায় বাংলাদেশে সরাসরি হামলার হুমকি দিল আইএস।

পাঁচ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে হুমকিদাতা তিন তরুণ নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দেন। বাংলা ও ইংরেজিতে দেওয়া বক্তব্যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নিন্দা জানান।

তিন তরুণের প্রথমজন বাংলাদেশের সরকারের উদ্দেশে বাংলায় কথা বলেন। তিনি গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। গণতন্ত্রকে শিরক হিসেবে অভিহিত করেন। পরে ওই তরুণ দেশে শরিয়া আইন প্রতিষ্ঠায় তাঁর দাবির কথা জানান।

পরে ওই তরুণ ইংরেজিতে খ্রিস্টান ও ইহুদিদের উদ্দেশ করে কথা বলেন। এ সময় ভিডিওর নিচে বাংলায় কথার অনুবাদ প্রদর্শন করা হয়। শেখ আদনানির কথা উল্লেখ করে দাবি করেন, তাঁরা কখনো জিততে পারবে না। পরে বাংলাদেশে হামলার কথা উল্লেখ করে তিনি এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে বলে হুমকি দেন।

index

ভিডিওতে দ্বিতীয় তরুণও মুখ কাপড় মুড়িয়ে বাংলায় কথা বলেন। তিনি বাংলাদেশের সব সরকারের সমালোচনা করেন। এই তরুণও গুলশানে হলি আর্টিজান হামলার কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক ক্রুসেডাররা লিবিয়া-ইরাকে হামলা চালিয়ে নারী-শিশু হত্যা করেছে উল্লেখ করে ওই ক্রুসেডারদের যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে হুমকি দেন এই তরুণ।

দীর্ঘ দাড়ি থাকা তৃতীয় তরুণ বাংলায় রমজান মাসে হলি আর্টিজানের হত্যাকাণ্ডকে চমৎকার উল্লেখ করে বলেন, এ ঘটনায় তিনি অভিভূত।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে. https://www.facebook.com/arafatul/videos/10157113802910506/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *