জঙ্গিবাদ দমনে বিদেশি সহযোগিতা চাইবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনে বিদেশি সহযোগিতা চাইবে সরকার। জঙ্গিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে প্রতিবেশি ও বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (০৫ জুলাই) বিকেল সোয়া ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
Read More News

একই বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে ঢাকায় দায়িত্বরত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও। ওই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদকে বিশ্বের অভিন্ন সমস্যা হিসেবে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এজন্য তারা গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে এ হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা।

সন্তানদের ব্যাপারে সচেতন হতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *