বলিউড তারকা ইরফান খান গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
Read More News
আজ রোববার এক পোস্টে তিনি লেখেন, ছেলেবেলায় ধর্মের ব্যাপারে জেনেছিলাম যে, প্রতিবেশী অভুক্ত থাকলে তাঁকে ফেলে খাওয়া যায় না। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা শুনে মনে অদ্ভুত এক নিঃস্তব্ধতা ভর করেছে … কোরআনের আয়াত না জানায় রমজান মাসে কিছু মানুষকে খুন করা হলো
ঘটনা ঘটে একটা নির্দিষ্ট জায়গায়, আর বদনাম হয় ইসলাম ধর্ম আর পুরো বিশ্বের নিরপরাধ মুসলমানদের। ইসলাম সেই ধর্ম, যার মূল কথাই হলো শান্তি, ক্ষমা আর অন্যের কষ্টকে নিজের করে নেওয়া। এমন পরিস্থিতিতে কি আমরা মুসলমানেরা চুপ করে থাকব? ধর্মের বদনাম হতে দেব? নাকি সবাইকে বোঝাব ইসলামের আসল মর্ম? নির্মমতা ও সন্ত্রাস ইসলাম নয়।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২০ জনকে নৃশংসভাবে হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা।