গ্রেট ব্রিটেনের লিড্সে থাকেন পামেলা জ্যাকব। অনেকেই বয়স আন্দাজ করার চেষ্টা করেছেন, পারেননি।
আজকাল অবশ্য ত্বকের জেল্লা বাড়াতে নানা রকম অস্ত্রোপচারের চল হয়েছে খুব। এক ধাক্কায় অনেকখানি কমিয়ে দেওয়ার দাবি করা নানা রকম কসমেটিকে বাজার ছেয়ে গিয়েছে।
তেব প্যামেলা এ সবরে ধার ধারেন না। তিনি যাকে বলে ন্যাচরাল বিউটি তত্ত্বে বিশ্বাসী।
তিনি নিয়মিত ব্যায়াম এবং নারকেল তেলের মালিশ তার জেল্লাদার ত্বকের রহস্য। সঙ্গে পরিমিত খাওয়া-দাওয়া। তিনি যখন তার আসল বয়স সকলকে বলেন, কেউই তা ঠিক বিশ্বাস করতে পারেন না।
Read More News
পামেলার বয়স ৫২ বছর। অবিশ্বাস্য ঠেকলেও এটাই সত্যি। তার ২১ বছর বয়সি একটি ছেলেও রয়েছে। ছেলে যখন খুব ছোট, সে সময় ডিভোর্স হয় তার।
পামেরা আরও জানান, যখন ছেলের সঙ্গে রাস্তায় বার হন, তখন তাদের দেখে কেউই ছেলে আর মা বলে বিশ্বাস করেন না।