রবিবার ৪ জুলাইয়ের টিকেট প্রত্যাশীদের ভিড়ে রেলস্টেশনে দাঁড়াবার তিল পরিমান ঠাঁই নাই। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বর্ধিত সময়ানুযায়ী আগামীকাল সোমবার ২৭ জুন শেষ দিন বিক্রি হবে ৫ জুলাইয়ের রেলের টিকিট। এর আগে, আজ রবিবার ৫ জুলাইয়ের টিকিট বিক্রির কথা থাকলেও ‘সোনারবাংলা এক্সপ্রেসের’ উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার টিকিট বিক্রি বন্ধ ছিল। একারণেই একদিন টিকিট বিক্রির সময় আরও একদিন বাড়ানো হয়েছে।
Read More News
কমলাপুর রেলওয়ে কর্মকর্তা বলেন, সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে আজ টিকিটের বিশেষ চাহিদা ও জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো তৎপর রয়েছে।