এবার ঈদের ছুটি টানা ৯ দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোজার ঈদকে সামনে রেখে শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে তাদের ১৬ জুলাই অফিস করতে হবে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে সরকারী আদেশ জারির প্রক্রিয়া চলছে। আগামীকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। ৪ জুলাই ছুটি ঘোষণা করার ফলে ১ থেকে ৯ জুলাই টানা নয়দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ২ জুলাই শনিবার শবে কদরের পরদিন রোববার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিল। যদিও রোজার ঈদের আগে সরকারি চাকুরেদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ জুলাই ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ। অর্থাৎ ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন বাংলাদেশের ১৩ লাখ সরকারি চাকুরে। প্রসঙ্গত, ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *