স্বামীকে কোলে নিয়ে শুটিংয়ে মাহি

সাদামাটা মানুষ হিসেবে পরিচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। যার অন্যতম প্রমান পাওয়া যায় তার গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানে। সময়ের জনপ্রিয় এ তারকার বিয়ের অনুষ্ঠান একেবারে সাদামাটা ছিলো। স্বামী মাহমুদ পারভেজ অপুর সম্পর্কে মাহির বক্তব্য ছিলো ‘ও খুব সহজ সরল’। তাই মাহির বিয়ের খবর যতটা আলোচিত হয়েছিল, ততটা আলোচিত ছিলেন অপু।

তবে স্ত্রী মাহির মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে এতটা সরব নন অপু। ফেসবুকে বিভিন্ন সময়ে কিছু ছবি প্রকাশ করে সেই নীরব স্বামীকে প্রকাশ্যে আনেন মাহি। আজ স্বামীকে কোলে নিয়ে শুটিংয়ে যাওয়ার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন এই চিত্রনায়িকা।

ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘আজকে রাস্তার জ্যামগুলোও কেন যেন সুন্দর।।।

এত দিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং-এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং-এ নিয়ে যাচ্ছে।।।

অপু,, তুমি একটু আস্তে নাক ডাকবা plsss
Read More News

by the way

life is beautiful…. let it be!!!’

গত ২৫ মে ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির বিয়ে হয়। রাজধানীর উত্তরায় এক রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে তার আকদ অনুষ্ঠান হয়। তার বর অপু সিলেটের ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *