ফেসবুকের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম গণমাধ্যম প্রতিষ্ঠান ও সেলেব্রিটিদের জন্য নগদ অর্থ উপার্জনের উৎস হতে যাচ্ছে। কারণ, ফেসবুক লাইভ-এর জন্য কনটেন্ট বানানোয় সেলেব্রিটি ও প্রকাশকদের নগদ অর্থ দিচ্ছে সামাজিক যোগাযোগ জায়ান্ট কর্তৃপক্ষ।
তবে জন প্রতি ঠিক কি পরিমাণ অর্থ দেয়া হচ্ছে সেটা জানা যায়নি। জানা গেছে কেবল ফেসবুকের লাইভ ভিডিও ফিচার ব্যবহার করে এর বিনিময়ে নগদ অর্থ পেয়েছেন বেশ কয়েকজন সেলেব্রিটি ও গণমাধ্যম অংশীদার।
ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরের বরাত দিয়ে ফরচুন জানিয়েছে, লাইভ ভিডিও ফিচারের ব্যবহার নিয়ে এ পর্যন্ত ১৪০ জন সেলেব্রিটি ও গণমাধ্যম অংশীদারদের সাথে যোগাযোগ ও চুক্তি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে মোট ৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিদ্ধান্তও নিয়েছে তারা।
Read More News
ম্যাশেবল-এর প্রতিবেদন মতে, সিএনএন, নিউইয়র্ক টাইমস, ম্যাশেবল ও বাজফিড-এর মতো প্রতিষ্ঠানের গণমাধ্যম অংশীদার ও প্রকাশকদের সাথে যোগাযোগ করেছে ফেসবুক। সেলেব্রিটিদের মধ্যে কমেডিয়ান কেভিন হার্ট ও গর্ডন রামসি-এর সাথে চুক্তি করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
ফরচুনের খবর অনুযায়ী, ইতোমধ্যে ৫০ মিলিয়ন ডলারের মধ্যে লাইভ ভিডিও তৈরির জন্য বাজফিড ও নিউইয়র্ক টাইমসকে ৩ মিলিয়ন ডলার এবং সিএনএনকে দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার দেয়ার চুক্তি সই করেছে ফেসবুক। তবে জন প্রতি সেলেব্রিটিদের পেছনে ফেসবুক কি পরিমাণ অর্থ খরচ করেছে তা জানা যায়নি।
ম্যাশেবলের খবরে প্রকাশ, প্রকাশক ও সেলেব্রিটিদের পেছনে অর্থ খরচের পেছনে তাদের জনপ্রিয়তাকে মানদণ্ড ধরে আগাচ্ছে ফেসবুক। অর্থাৎ কার কত অ্যাডিয়েন্স আছে এবং কে কি পরিমাণ ভিডিও তৈরিতে সম্মত তার উপর ভিত্তি করে অর্থ ঢালছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।